ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরিক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরিক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৮ বাংলা সমাধানঃ ১. কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রু হলো-যাদের মধ্যে ‘আমিত্ব’ নেই ২. ‘মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে’ উক্তিটি কোন রচনার- বায়ান্নর দিনগুলো ৩. সমিল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত কবিতা-ঐক্যতান ৪. নিচের কোনটিতে স্বভাবতই ণ হয়- তূণ ৫. ‘কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই। মার্জার যেভাবে কথাটি বলেছেন-মনে মনে হেসে ৬. নিচের যে সম্পর্কটি বিসদৃশ (আলাদা) – বারিদ: বারিধি ( বারিদ মানে মেঘ আর বারিধি মানে সাগর) ৭. শ্বাপদ= শ্বন + পদ। এখানে শ্বন শব্দের অর্থ কি?- সারমেয় (সারমেয় মানে কুকুর) ৮. একতারা শব্দটি যে ভাষা থেকে এসেছে-ফারসি ৯. হন্যমান যে শব্দের বিশেষণ- হনন ১০. —— যার নীচসহ, নীচ সে দুর্মতি। শূন্যস্থানে কি বসবে- গতি ১১. শোক দূর হয়েছে যার- এক কথায় প্রকাশ- বীতশোক ১২. রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়- উপমেয় ১৩. অপপ্রয়োগ এর দৃষ্টান্ত নয় কোনটি?- সংযতবাক ১৪. বাংলা বর্ণমালাযুক্ত ঐ ও ঔ হচ্ছে- যৌগিক বর্ণ ১৫. নীরব ভাষায় বৃক্ষ আমাদের য
Comments
Post a Comment